বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শরবত বিতরণ 

হাবিপ্রবি প্রতিনিধি 

পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শরবত বিতরণ 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল ৯টার পর থেকে পরীক্ষার্থীরা হাবিপ্রবি কেন্দ্রে আসতে শুরু করে। সকাল থেকে রোদ এবং চলমান তাপদাহে ত্রাহিত্রাহি অবস্থা হয়ে পরে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের ক্লান্তি দুর করার জন্য বিনামূল্যে সুপেয় পানি ও ফ্রি শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

একজন ভর্তি পরীক্ষার্থী বলেন, যেখানে পানি ফ্রিতে পাওয়া যায় না সেখানে আমরা শরবত পেয়েছি ফ্রিতে। শরবত খুবই ভালো এবং আমাদের ক্লান্তি দুর করেছে। এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা বলেন, একদল শিক্ষার্থী ফ্রিতে শরবত বিতরণ করছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ, সাধুবাদ জানাই এই উদ্যোগকে।

উদ্যোগটির ব্যাপারে জানতে চাইলে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভির আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা। 

পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু ও সম্মানিত অভিভাবকদের চলমান তীব্র তাপদাহে কিছুটা স্বস্তি দিতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই মহৎকর্মে যুক্ত সমিতির প্রতিটি সদস্য ও শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

টিএইচ